Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন

উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (সওকা) এর কার্যালয়

ময়মনসিংহ সদর ইউনিট, ময়মনসিংহ।

 

সিটিজেন চার্টার

ক্রমিক নং

সেবা সমূহ

 

সেচ যন্ত্রের ম্যানেজার/অপারেটর, চালক, ফিল্ডম্যান ও কৃষকদের সেচ সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আত্মসচেনতা বৃদ্ধি করা।

ফোর্স মোড গভীর নলকুপ খনন, কমিশনিং করা।

গভীর নলকুপ/পাওয়ার পাম্পে বিদ্যুৎ লাইন নির্মাণ করে বিদ্যুতায়ন করা।

বিএডিসি’র চালুকৃত গভীর নলকুপ/পাওয়ার পাম্পে বারিড পাইপ/সেচনালা নির্মাণ করা।

ফুটব্রীজ/ক্যাটল ক্রসিং, পাইপ লাইন ইত্যাদি নির্মাণ করা।

১/২/৫ কিউসেক পাওয়ার পাম্পে ডিসচার্জ বক্স নির্মাণ করা।

১/২/৫ কিউসেক পাওয়ার পাম্প স্থাপন করা।

বক্স কালবার্ড ও রেগুলেটর নির্মাণ করা।

ক্রসড্যাম, ২/৩ ভেল্ট স্লুইচ গেট নির্মাণ করা।

১০

জলাবদ্ধতা দূরীকরণ ব্যবস্থা করা।

১১

খামারে সেচ ব্যবস্থাপনা ও সেচ দক্ষতা বৃদ্ধি করা।

১২

অচালু/অকেজো গভীর নলকুপ মেরামত পূর্বক সচল করে চালু করণ করা।

১৩

পাম্প সেড নির্মাণ করা।

১৪

পাম্প হাউজ নির্মাণ ও মেরামত করা।

১৫

স্থিতিশীল পানির পরিমাপ করা।

১৬

বিএডিসি’র মাধ্যমে স্থাপিত সকল গভীর নলকুপে কারিগরি সহায়তা/সেবা দান করা।

১৭

সেচ যন্ত্রের দলীয় কুন্দল দেখা দিলে উপজেলা সেচ কমিটির মাধ্যমে তা সমাধান করা।

১৮

পরিমিত পানি ব্যবহার করে অধিক ফসল উৎপাদনে কৃষকদের পরামর্শ প্রদান করা।

১৯

খাল পুণঃখনন/সংস্কারের মাধ্যমে ভূ-পরিস্থ সেচকাজে পানি ব্যবহারের ব্যবস্থা কর।

২০

মাঠে ব্যবহৃত সেচযন্ত্রের জরিপ করা ও আবাদকৃত ফসলের পরিমাপ করা।

২১

সেচযন্ত্রের ম্যানেজার/অপারেটর/মালিক কৃষকদের নিকট হতে একর প্রতি যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে তার সজাগ দৃষ্টি রাখা।

২২

ব্যক্তিমালিকানাধীন গভীর/অগভীর নলকুপ স্থাপনে কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণ মোতাবেক দুটো নলকুপের দুরত্বের দিক সঠিক রেখে কারিগরি সম্ভাবতা যাচাই পূর্বক উপজেলার সেচ কমিটির অনুমোদনের মাধ্যমে স্কীম অনুমোদন করা।

২৩

কৃষকদের ভূ-পরিস্থ পানি ব্যবহারের পরামর্শ প্রদান করা।

২৪

সেচপাম্পগুলো সর্বত্তোম ব্যবহার করে অধিক ফসল উৎপাদনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর জন্য রাত ১১.০০ ঘটিকার পর থেকে সেচযন্ত্র চালনায় কৃষকদের পরামর্শ প্রদান করা।

২৫

বিএডিসি’র মাধ্যমে স্থাপিত সকল সেচযন্ত্র যাতে উত্তোলন/স্থানান্তর/অন্যত্র বিক্রি ও সেচকার্যে ব্যতিত অন্যকোন কাজে ব্যবহার করতে না পারে তার খেয়াল/সজাগ দৃষ্টি রাখা।

 

প্রয়োজনে যোগাযোগঃ উপ-সহকারী প্রকৌশলী (সওকা)

                       বিএডিসি, ময়মনসিংহ সদর ইউনিট

                       ময়মনসিংহ।