বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (সওকা) এর কার্যালয়
ময়মনসিংহ সদর ইউনিট, ময়মনসিংহ।
সিটিজেন চার্টার
ক্রমিক নং | সেবা সমূহ |
১
| সেচ যন্ত্রের ম্যানেজার/অপারেটর, চালক, ফিল্ডম্যান ও কৃষকদের সেচ সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আত্মসচেনতা বৃদ্ধি করা। |
২ | ফোর্স মোড গভীর নলকুপ খনন, কমিশনিং করা। |
৩ | গভীর নলকুপ/পাওয়ার পাম্পে বিদ্যুৎ লাইন নির্মাণ করে বিদ্যুতায়ন করা। |
৪ | বিএডিসি’র চালুকৃত গভীর নলকুপ/পাওয়ার পাম্পে বারিড পাইপ/সেচনালা নির্মাণ করা। |
৫ | ফুটব্রীজ/ক্যাটল ক্রসিং, পাইপ লাইন ইত্যাদি নির্মাণ করা। |
৬ | ১/২/৫ কিউসেক পাওয়ার পাম্পে ডিসচার্জ বক্স নির্মাণ করা। |
৭ | ১/২/৫ কিউসেক পাওয়ার পাম্প স্থাপন করা। |
৮ | বক্স কালবার্ড ও রেগুলেটর নির্মাণ করা। |
৯ | ক্রসড্যাম, ২/৩ ভেল্ট স্লুইচ গেট নির্মাণ করা। |
১০ | জলাবদ্ধতা দূরীকরণ ব্যবস্থা করা। |
১১ | খামারে সেচ ব্যবস্থাপনা ও সেচ দক্ষতা বৃদ্ধি করা। |
১২ | অচালু/অকেজো গভীর নলকুপ মেরামত পূর্বক সচল করে চালু করণ করা। |
১৩ | পাম্প সেড নির্মাণ করা। |
১৪ | পাম্প হাউজ নির্মাণ ও মেরামত করা। |
১৫ | স্থিতিশীল পানির পরিমাপ করা। |
১৬ | বিএডিসি’র মাধ্যমে স্থাপিত সকল গভীর নলকুপে কারিগরি সহায়তা/সেবা দান করা। |
১৭ | সেচ যন্ত্রের দলীয় কুন্দল দেখা দিলে উপজেলা সেচ কমিটির মাধ্যমে তা সমাধান করা। |
১৮ | পরিমিত পানি ব্যবহার করে অধিক ফসল উৎপাদনে কৃষকদের পরামর্শ প্রদান করা। |
১৯ | খাল পুণঃখনন/সংস্কারের মাধ্যমে ভূ-পরিস্থ সেচকাজে পানি ব্যবহারের ব্যবস্থা কর। |
২০ | মাঠে ব্যবহৃত সেচযন্ত্রের জরিপ করা ও আবাদকৃত ফসলের পরিমাপ করা। |
২১ | সেচযন্ত্রের ম্যানেজার/অপারেটর/মালিক কৃষকদের নিকট হতে একর প্রতি যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে তার সজাগ দৃষ্টি রাখা। |
২২ | ব্যক্তিমালিকানাধীন গভীর/অগভীর নলকুপ স্থাপনে কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণ মোতাবেক দুটো নলকুপের দুরত্বের দিক সঠিক রেখে কারিগরি সম্ভাবতা যাচাই পূর্বক উপজেলার সেচ কমিটির অনুমোদনের মাধ্যমে স্কীম অনুমোদন করা। |
২৩ | কৃষকদের ভূ-পরিস্থ পানি ব্যবহারের পরামর্শ প্রদান করা। |
২৪ | সেচপাম্পগুলো সর্বত্তোম ব্যবহার করে অধিক ফসল উৎপাদনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর জন্য রাত ১১.০০ ঘটিকার পর থেকে সেচযন্ত্র চালনায় কৃষকদের পরামর্শ প্রদান করা। |
২৫ | বিএডিসি’র মাধ্যমে স্থাপিত সকল সেচযন্ত্র যাতে উত্তোলন/স্থানান্তর/অন্যত্র বিক্রি ও সেচকার্যে ব্যতিত অন্যকোন কাজে ব্যবহার করতে না পারে তার খেয়াল/সজাগ দৃষ্টি রাখা। |
প্রয়োজনে যোগাযোগঃ উপ-সহকারী প্রকৌশলী (সওকা)
বিএডিসি, ময়মনসিংহ সদর ইউনিট
ময়মনসিংহ।