১। নাম- বৃহত্তর ময়মনসিংহ-টাংগাইল সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পঃ
উক্ত প্রকল্পের আওতায়ঃ- (ক) চালক ও ম্যানেজার ও কৃষক প্রশিক্ষণ দেয়া হয়।
(খ) বিএডিসি’র চালুকৃত ৪টি গভীর নলকুপে বারিড পাইপ সেচনালা নির্মাণ
(প্রতিটি ৫০০ মিটার) করা হয়।
(গ) ৫-কিউসেক ২টি পাওয়ার পাম্পের সেচনালা নির্মাণ করা হয়।
(ঘ) ৫-কিউসেক ২টি পাওয়ার পাম্পের পাম্প সেড নির্মাণ করা হয়।
(ঙ) ৫-কিউসেক ২টি পাওয়ার পাম্পের ডিসচার্জ বক্স নির্মাণ করা হয়।
(চ) ৫-কিউসেক ২টি পাওয়ার পাম্পের বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়।
২। নাম- বিএডিসি’র ক্ষুদ্রসেচ উন্নয়ন কর্মসূচীঃ
উক্ত কর্মসূচীর আওতায়ঃ- (ক) দেশের বিভিন্নস্থানে জলাবদ্ধতা দূরীকরণে ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে মাঠ জরিপ, তথ্য
সংগ্রহ ও প্রতিবেদন প্রণয়নে কৃষক প্রশিক্ষণ দেয়া হয়।
(খ) খামারে সেচ ব্যবস্থাপনা ও সেচ দক্ষতা বৃদ্ধির উপর কৃষক প্রশিক্ষণ দেয়া হয়।
(গ) ঘাগড়া ইউনিয়নের সুহিলা মৌজায় ফুট ব্রীজ/ ক্যাটল ক্রসিং নির্মাণ করা হয়।
(ঘ) ভাবখালী ইউনিয়নের সুতিয়াখালী মৌজার বুডোপুরির খাল পুণঃ খনন/সংস্থার করা হয়।
(ঙ) ভাবখালী ইউনিয়নের সুতিয়াখালী মৌজায় স্লুইচ গেইট নির্মাণ করা হয়।
৩। সেচকাজে বিএডিসি’র অচালু/অকেজো গভীর নলকুপ সচল করণ প্রকল্প (এআইডিপি)ঃ-
উক্ত প্রকল্পের আওতায়ঃ-অত্র উপজেলায় ২টি গভীর নলকুপের মেরামত পূর্বক সচল করণ, বিদ্যুৎ লাইন নির্মাণপূর্বক
বিদ্যুৎ সংযোজন, বারিড পাইপ নির্মাণ ও পাম্প হাউজ নির্মাণের কাজ প্রক্রিয়াধীন আছে।
৪। ফোর্স মোড নলকুপের মাধ্যমে সেচ কার্যক্রম দ্বারা কৃষি উৎপাদন বৃদ্ধি ও দারিদ্র বিমোচন প্রকল্পঃ
উক্ত প্রকল্পের আওতায়ঃ-৬টি গভীর নলকুপ খনন ও কমিশনিং পূর্বক বিদ্যুতায়ন, পাম্প হাউজ নির্মাণ ও বারিড পাইপ
নির্মাণের কাজ প্রক্রিয়াধীন আছে।
৫। ডাবল লিফটিং সেচ প্রকল্পঃ
উক্ত প্রকল্পের আওতায়ঃ- ইতোপূর্বে ২টি ৫-কিউসেক পাওয়ার পাম্প কানিহারি ইউনিয়নের ঝিলকি ও বারইগাঁও
মৌজায় সরবরাহ করা হয়েছে এবং পাম্প ২টি দ্বারা সুষ্ঠভাবে সেচকাজ চলছে। বর্তমান
বৎসরে ১টি পাম্পে সেচনালা নির্মাণের কাজ প্রক্রিয়াধীন আছে।
৬। জরিপ ও পরিবীক্ষণ প্রকল্পঃ
উক্ত প্রকল্পের আওতায়ঃ- (ক) নির্ধারিত ২০টি গভীর নলকুপের স্থিতিশীল পানির পরিমাপ প্রতিমাসে ১ ও ১৬ তারিখে
পরিমাপ করে প্রতিবেদন তৈরি করা হয় এবং শুষ্ক মৌসুমে ড্র-ডাউন গ্রহণ করা হয়।
(খ) সদর ও ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্সে স্থাপনকৃত অটোমেটিক ওয়াটার লেবেল
রেকর্ডার দ্বারা গ্রাফের মাধ্যমে প্রতি মাসের ১ ও ১৬ তারিখে স্ট্যাটিক ওয়াটার লেবেল
রেকর্ড করা হয়।
৭। ১২০০ গভীর নলকুপ পূণর্বাসন প্রকল্পঃ উক্ত প্রকল্পের পুণর্বাসিত গভীর নলকুপ দ্বারা সুষ্ঠভাবে সেচকাজ চলছে।
৮। ৪০০ গভীর নলকুপ পূণর্বাসন প্রকল্পঃ
উক্ত প্রকল্পের আওতায়ঃ- সদর উপজেলায় ২টি ও ত্রিশাল উপজেলায় ১টি গভীর নলকুপ দ্বারা সেচকাজ সুষ্ঠভাবে
চলছে। তন্মধ্যে ১টি গভীর নলকুপে বারিড পাইপ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
৯। বিভাগীয় পদ্ধতিতে পরিচালিত গভীর নলকুপ, নগদ মূল্যে বিক্রিত গভীর নলকুপ, ব্যাংক ঋণে বিক্রিত গভীর নলকুপ, বিআরডিবি’র ঋণের মাধ্যমে বিক্রিত গভীর নলকুপ ও এনএমআইডিপি’র মাধ্যমে বিক্রিত গভীর নলকুপ সমূহ কারিগরি সহযোগীতা/সেবাদান, উপজেলা সেচ কমিটির মাধ্যমে দলীয় কুন্দল মিমাংসা করণ ও সেচসংক্রান্ত যে কোন জটিলতা নিরসণে তাৎক্ষনিকভাবে সমাধান পূর্বক সেচকাজ সুষ্ঠভাবে চলছে। পরিমিত পানি ব্যবহার করে অধিক ফসল উৎপাদন ও সেচ সংক্রান্ত সকল পরামর্শ কৃষকদের প্রদান করা হয়।